দ্য রিপোর্ট ডেস্ক: র‌্যাপার জগতে অতিপরিচিত ছিলেন লস অ্যাঞ্জেলেসের র‌্যাপার নিপসি হাসল। এ বছর পেয়েছিলেন গ্র্যামি মনোনয়নও। সেই র‌্যাপার নিপসি হাসলকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে নিজের পোশাক বিপণির সামনে খুন হন তিনি।

নিপসির মৃত্যুতে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সেলিব্রিটি মহলে। দায়ী করা হচ্ছে দেশের অস্ত্র-নীতিকেই।

শহরের মেয়র এরিক গ্রাসেটি টুইটে লিখেছেন, ‘মর্মান্তিক ঘটনা। নিপসি হাসলের প্রিয়জনদের পাশে আছি। অনুভূতিহীন এই ধরনের হামলায় যখনই কোনো তরতাজা প্রাণ শেষ হয়ে যায়, অসম্ভব যন্ত্রণা হয় লস অ্যাঞ্জেলেসের।’

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী এখনও ধরা পড়েনি। নিপসিকে খুব কাছ থেকে গুলি করা হয়। ওই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনা পূর্বপরিকল্পিত এবং কোনো বড় দল রয়েছে এর পেছনে।

নিপসির খুনের কথা জানার পরে পপ তারকা রিহানা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘কোনো মানে হয় না! ভিতর থেকে নড়ে গিয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর আত্মা যেন শান্তি পায়। ওর স্বজনদের প্রতি সমবেদনা। নিপসির যা হয়েছে, তার জন্য আমি দুঃখিত।’

র‌্যাপার স্নুপ ডগ তার জন্য ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বড় তাড়াতাড়ি চলে গেলে। তোমার সঙ্গে কাটানো ভালো সময়গুলোর কথা মনে করব।’

পরিচিতদের অনেকেই বলছেন, খ্যাতি পাওয়ার জন্য যথেষ্ট লড়াই করেছেন নিপসি। নিজের তৈরি করা মিক্সটেপ বিক্রি করে দিয়েছেন একটা সময়ে। জনপ্রিয় র‌্যাপার জে-জেড তার ১০০টি মিক্সটেপ কিনেছিলেন, প্রতিটি ১০০ ডলার দরে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০২, ২০১৯)