এবার মুসলিম সুপার হিরোইন চরিত্রে প্রিয়াংকা!
দ্য রিপোর্ট ডেস্ক : সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াংকা চোপড়ার বৃহস্পতি এখন তুঙ্গে। বলিউড জয়ের পর এখন তিনি হলিউড জয় করতে চলেছেন।
হলিউডে প্রবেশের পর খুলে গেছে সব সাফল্যের দুয়ার। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ‘ইজ নট ইট রোমান্টিক’। সঞ্চালনা করছেন ইউটিউব ভ্রমণ সিরিজ।
হাতে রয়েছে বেশ কয়েকটি প্রকল্প। কাজ করছেন হিন্দি ছবিতেও। এককথায়- বিশ্বতারকা হয়ে উঠছেন পিসি।
গত বছর মার্ভেল স্টুডিওপ্রধান কেভিন ফাইগি ঘোষণা দেন, সুপার হিরোইন কমলা খান চরিত্র নিয়ে একটি প্রকল্প হাতে নিয়েছেন তিনি, যেটি হবে মার্ভেলের প্রথম মুসলিম সুপারহিরো।
ওই ঘোষণার পরেই কমলা খানের চরিত্রে প্রিয়াংকা চোপড়াকে দেখার ইচ্ছে প্রকাশ করে আসছেন অনেক ভক্ত।
প্রিয়াংকা চোপড়া ও তার গায়ক স্বামী নিক জোনাস বর্তমানে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে বসবাস করছেন।
নতুন খবর হচ্ছে- জনপ্রিয় মার্ভেল সিরিজ ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর অন্যতম পরিচালক জো রুশো সম্প্রতি কথা বলেছেন প্রিয়াংকা চোপড়ার সঙ্গে। একটি সিনেমায় কাজ করতে পারেন তারা।
নিজের সিনেমার প্রচারের জন্য এখন ভারত ভ্রমণে জো রুশো। এই নির্মাতা বলেছেন, প্রিয়াংকা চোপড়া দারুণ। তার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে রুশোর।
রুশো এও বলেছেন, প্রিয়াংকার সঙ্গে আলাপ হলেও এখনই সিনেমাটি সম্পর্কে কিছুই ফাঁস করতে চান না।
‘প্রিয়াংকা এখন বৈশ্বিক তারকা হিসেবে নিজেকে তুলে ধরছে। সে অসাধারণ। আমি ওর সঙ্গে কাজ করতে চাই। সম্ভাব্য নানা বিষয়ে প্রিয়াংকার সঙ্গে আলাপ হয়েছে। কিন্তু কী সেটি, তা এখনই বলতে চাইছি না,’ বলেন রুশো।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৩, ২০১৯)