এএফসি কাপের আবাহনীর জয়ে শুরু
দ্য রিপোর্ট ডেস্ক : নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবকে হারিয়ে এএফসি কাপে জয়দিয়ে যাত্রা শুরু করেছে ঢাকার জনপ্রিয় ক্লাব আবাহনী।
বুধবার (৩ এপ্রিল) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত এএফসি কাপের ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ছয়বারের চ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক দলকে। ২৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আফগানিস্তানের মাসিহ সাইঘানি। কর্নার থেকে হেডে গোল করেন মাসিহ।
নেপাল যাওয়ার আগে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস বলেছিলেন, তারা এএফসি কাপে ভালো শুরু করতে চান। কোচের চাওয়া পূরণ করেছেন তার শিষ্যরা। এই প্রথম আবাহনী জয় দিয়ে এএফসি কাপ শুরু করলো।
এএফসি কাপে আবাহনীর এটি তৃতীয় জয়। ২০১৭ সালে তারা একটি ম্যাচ জিতেছিল ভারতের ব্যাঙ্গালুরু এএফসির বিরুদ্ধে। গত আসরে একটি ম্যাচ জিতেছিল একই দেশের আইজল এএফসির বিরুদ্ধে।
আবাহনী: শহীদুল আলম সোহেল, রায়হান হাসান, মাসিহ সাইগানি, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল, ওয়েলিংটন প্রিওরি, আতিকুর রহমান ফাহাদ, নাবীব নেওয়াজ জীবন (মামুনুল), কেরভেন্স বেলফোর্ট, রুবেল মিয়া (জুয়েল রানা) ও সানডে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৩, ২০১৯)