দ্য রিপোর্ট প্রতিবেদক : নোয়াখালীর সুবর্নচরে গণধর্ষণের শিকার ৬ সন্তানের জননীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম।

বুধবার সন্ধ্যায় তিনি এ খবর জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার মেডিক্যাল কর্মকর্তা শাহানারা আক্তার লিপি’র নেতৃত্বে একটি মেডিক্যাল দল নির্যাতনের শিকার ওই নারীর শারীরিক পরীক্ষা শেষে আজ দুপুরে প্রতিবেদনটি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহ এর কাছে জমা দেন। তিনি রিপোর্টটি পুলিশ সুপার নোয়াখালী এর কার্যালয়ে প্রেরণ করেন।

এর আগে সোমবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভাইস চেয়ারম্যান ভোটকে কেন্দ্র করে ছয় সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো- নূর আলমের ছেলে ইউছুফ (৪২) ও আব্দুল খালেকের ছেলে আবুল বাসার (৩০)।

রোববার রাতে ধর্ষণের শিকার ওই নারীর স্বামী বাদী হয়ে ১২ জনকে আসামি করে চর জব্বার থানায় মামলা দায়ের করেন।

চিকিৎসাধীন ওই নারীর অভিযোগ, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার স্বামীর মোটরসাইকেল যোগে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ইউছুপ মাঝির নেতৃত্বে ১০‐১২ জন তাদের গতিরোধ করে মারধর করে। এসময় বেচু মাঝি, ফজলু ও বাসার এই নারীর স্বামীকে আটকে রেখে পার্শ্ববর্তী একটি মৎস্য খামারে নিয়ে ধর্ষণ করে। পরে এই নারীর স্বামীকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ০৩,২০১৯)