ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বজ্রপাতে একটি বহুতল ভনের গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন প্রায় ২০ ফুট উঁচুতে উঠে পড়ে। এতে ঘনবসতি এলাকার আশপাশের বাসাবাড়িতে বসবাসরত লোকজন আতঙ্কে ছোটাছুটি করে দূরে আশ্রয় নেয়।

এ সময় এলাকাবাসী বৃষ্টিতে ভিজে যাওয়া বালু দিয়ে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে এসে দেখেন এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করেছে। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা এলাকাবাসীকে ডেকে আগুন নিয়ন্ত্রণ সম্পর্কে আরও বিস্তর ধারণা দিয়ে শুভেচ্ছা জানান।

বুধবার রাত ৭টায় ফতুল্লার দক্ষিণ সস্তাপুর বাইতুল মনির সড়কের খান মঞ্জিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল হক জানান, পঞ্চমতলা খান মঞ্জিলের নিচতলায় পশ্চিম পাশে গ্যাস রাইজারে লিকেজ থাকায় বজ্রপাতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে বসবাসরতদের মধ্যে আতংক দেখা দিলেও সাহসিকতার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করে।

তিনি বলেন, আরও তৎপর থাকতে এলাকাবাসীকে আগুন নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা দিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে আতংকগ্রস্তদের সান্ত্বনা দিয়েছি। এছাড়া ওই বাড়িসহ এলাকাবাসীকে আগুন থেকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছি।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ০৩,২০১৯)