শিবচরে ঘরের দরজা ভেঙে মা-শিশুর লাশ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলায় ঘরের দরজা ভেঙে মা ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মা রেবা বেগমের মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝোলা অবস্থায় ছিল এবং তিন বছরের সন্তান রাইয়ানের নিথর দেহ ছিল বিছানায়।
বুধবার (৩ এপ্রিল) রাতে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাচিকাটা গ্রাম থেকে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে।
নিহতরা হলেন- একই এলাকার লাল্টু মিয়ার স্ত্রী রেবা বেগম ও তার সন্তান রাইয়ান (৩)। লাল্টু মিয়া স্থানীয় একটি সমবায় সমিতির মালিক।
স্থানীয়রা জানান, শিবচর উপজেলায় কাচিকাটা গ্রামের বাসায় লাল্টু মিয়া, স্ত্রী রেবা বেগম ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন।
বুধবার রাতে পাশের বাড়ির এক নারী দেখতে পান রেবা বেগম ও তার সন্তানদের কাপড় বাইরে ভিজছে।
এ সময় বারবার ডেকে সাড়া না পেয়ে ঘরের জানালার কাছে গিয়ে তারা দেখতে পান রেবা বেগমের মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে ও শিশু রাইয়ানের লাশ পড়ে আছে বিছানায়।
পরে ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।
রাতেই পুলিশ দরজা ভেঙে রেবা বেগমের ঝুলন্ত লাশ ও রাইয়ানের নিথর দেহ বিছানা থেকে উদ্ধার করে।
স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান স্থানীয়রা।
সহকারী পুলিশ সুপার সোনাহার আলী, ওসি জাকির হোসেন, পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, শ্বশুরবাড়ির লোকদের ঘটনাস্থলে দেখা গেলেও স্বামীকে দেখা যায়নি। স্বামী খুলনায় কাজে রয়েছে বলে জানতে পেরেছি।
সহকারী পুলিশ সুপার সোনাহার আলী বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত চলছে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৪, ২০১৯)