দ্য রিপোর্ট ডেস্ক : মিটু-ঝড়ে উত্তাল দুনিয়া। সেই ঝড় হলিউড থেকে শুরু হয়ে বলিউড ও টালিউডে এসে আছড়ে পড়েছে। একের পর এক অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ তুলছেন সহঅভিনেতা কিংবা পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে।

এ বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনেক বলি অভিনেত্রী। এবার এ বিষয়ে মুখ খোলেন আমির খানের সুপারডুপার হিট সিনেমা ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ফাতিমা জানান, এ ব্যাপারে ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে আমার।

তবে দঙ্গল ছবির শুটিং চলাকালীন এ ধরনের কোনো ঘটনার সামনে পড়েননি বলে জানান ফাতিমা। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকেও দুষছেন না তিনি।

ঘটনার বর্ণনায় ফাতিমা বলেন, ছোটবেলায় এমন অভিজ্ঞতা হয় আমার। আমি তখন খুব ছোট, যখন এমন নিপীড়নের শিকার হই, বিষয়টি বুঝে ওঠার বয়স হয়নি তখনও। তবে স্মৃতি থেকেও ঘটনাটি মুছে ফেলা সম্ভব হয়নি।

ফাতিমা মনে করেন, ভারতে বহু নারী এমন নিগ্রহ, হেনস্তার শিকার হয়েছেন। আর এর মাত্রা দিন দিন বাড়ছেই। কিন্তু জনসমক্ষে তা নিয়ে কথা বলতে অনেকেই স্বচ্ছন্দবোধ করেন না।

মিটু আন্দোলনের মাধ্যমে অনেক অভিনেত্রী সেসব পুরুষের মুখোশ খুলে দিয়েছে বলে জানান এ অভিনেত্রী।

তবে তিনি মনে করেন, এই আন্দোলন শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ থাকার উচিত নয়।

এ বিষয়ে ফাতিমা বলেন, শুধু বলিউডেই নারী অভিনেত্রী ও কর্মীরা নিপীড়ন বা হেনস্তার শিকার হন তা কিন্তু নয়। বরং ভারতে সব স্থানে নারীরা ঘরে-বাইরে, কর্মস্থলে এসব ঘটনার মুখোমুখি হচ্ছেন। আমার সঙ্গেও এমনটিই ঘটেছে। তাই যেখানেই নারী এমন হেনস্তার মুখোমুখি হবেন, সেখানেই সোচ্চার হওয়া দরকার।

প্রসঙ্গত বলিউডে এর আগে মিটু নিয়ে মুখ খোলেন সাবেক মিস ইন্ডিয়া ও বলি তারকা তনুশ্রী দত্ত। তিনি বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

এর পর তনুশ্রীর দেখাদেখি মুখ খোলেন অনেক বলি সেলিব্রেটিও। অভিযোগের কাতারে দাঁড়াতে হয় বিগবি অমিতাভ বচ্চনকেও।

অভিযোগ ওঠে গীতিকার আন্নু মালিক, পরিচালক সাজিদ খান, পরিচালক রাজকুমার হিরানি, রজত কাপুর, বিকাশ বেহল, কৈলাস খের, বিবেক অগ্নিহোত্রীসহ অনেকের ওপর।

এবার #মিটু আন্দোলনে সমর্থন জানিয়ে নিজেও এমন হেনস্তার শিকার হয়েছেন বলে জানালেন ফাতিমা সানা শেখ।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৪, ২০১৯)