বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের উদ্যোগকে অ্যাটকো’র স্বাগত
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো।
বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বৈঠকে বসেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশর অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর নেতৃবৃন্দ।
এতে বর্তমান টেলিভিশন শিল্পের বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা করেন অ্যাটকো সদস্যরা।
বৈঠকে সংগঠনটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয় মাছরাঙা টেলিভিশনের ব্যাবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে।
দায়িত্ব নিয়ে সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন অ্যাটকে নতুন সভাপতি। বিদেশি চ্যানেল বিজ্ঞাপর বন্ধে সকারের উদ্যোগকে স্বাগত জানান তিনি।
সরকার বিদেশি কোন চ্যানেল বন্ধ করেনি উল্লেখ করে অ্যাটকো নেতারা বলেন, কিছু ক্যাবল অপারেটর বিভ্রান্তি ছড়াতে চ্যানেল বন্ধ রেখেছে।
পরে সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসে অ্যাটকো। সেখানে দেশের টেলিভিশন শিল্পের সংকট নিয়ে আলোচনা হয়।
দেশের শিল্প ও সংষ্কৃতি বাঁচাতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান অ্যাটকো নেতারা।
(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ০৪,২০১৯)