দ্য রিপোর্ট প্রতিবেদক : শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন: শিক্ষার ন্যূনতম মান অর্জনে আমরা সক্ষম হয়েছি। এই মানকে টেকসই করার জন্য গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রমের বিকল্প নেই। এই বিশ্ববিদ্যালয় সেই কাজগুলোই করে চলেছে।

বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো আয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষামেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মেলায় বিভিন্ন স্টলে বিশ্ববিদ্যালয়ের ২৮টি ডিসিপ্লিন তাদের গবেষণা ও উদ্ভাবনমূলক কাজের বিভিন্ন নিদর্শন পোস্টার উপস্থাপনের মাধ্যমে তুলে ধরে।

মেলা উদ্বোধন শেষে মন্ত্রী স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফায়েকুজ্জামান বিভিন্ন ডিসিপ্লিনের ব্যতিক্রমী কার্যক্রমের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে নাম্বার ওয়ান কোয়ালিটি বিশ্ববিদ্যালয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ সারোয়ার জাহান। এসময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকও উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ০৪,২০১৯)