বারিধারায় ভবনে আগুন
দ্য রিপোর্ট প্রতিবেদক: এবার বারিধারা এলাকার একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমকে বলেন, বারিধারার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের মার্ক ভিউ নামে একটি ভবনের শুক্রবার সকাল ৭টা ২৪ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, ওই ভবনের পানির মিটারের বক্স থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। তবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলেননি তিনি।
(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৫, ২০১৯)