দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারের কাব্যকাস সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর কারওয়ান বাজারের কাব্যকাস সুপার মার্কেটে ১১টা ৩০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৫, ২০১৯)