বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি তেলবাহী ট্যাংলরিচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

রোববার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- ভ্যানের যাত্রী উপজেলার সোনাইদীঘি গ্রামের মোজামের ছেলে ফজলুল হক (৩৫) ও একই গ্রামের আফাজের ছেলে জহুরুল ইসলাম (৩৫)। আহত রাজিব উদ্দিন (৫৫) একই গ্রামের জামাত আলীর ছেলে। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া শহরের টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী সাংবাদিকদের জানান, বিকেলে যাত্রী নিয়ে একটি ভ্যান নয়মাইল বাজার এলাকা হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হচ্ছিলো। এসময় বগুড়াগামী একটি তেলবাহী ট্যাংলরি ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানের তিন যাত্রী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ফজলুল ও জহুরুলকে মৃত ঘোষণা করেন। রাজিব হাসপাতালে চিকিৎসাধীন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৭, ২০১৯)