দ্য রিপোর্ট প্রতিবেদকঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দেখা গেছে, গত ২৭ মার্চ ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার দর ছিল ২.৪০ টাকা। যা ৪ এপ্রিল লেনদেন শেষে ২.৮০ টাকায় দাড়িঁয়েছে। এ হিসাবে ৬ কার্যদিবসের শেয়ারটির দর বেড়েছে ০.৪০ টাকা বা ১৭ শতাংশ।

ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার দর এই অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই। এর আলোকে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন, শেয়ার দর বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৭, ২০১৯)