দ্য রিপোর্ট প্রতিবেদক: কর্ণফুলী নদীতে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় পর নৌকা থেকে লাফিয়ে পড়া কয়েকজনের মধ্যে দুইজন নিখোঁজ রয়েছেন। তবে জীবিত উদ্ধার করা হয়েছে ১২ জনকে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুত্সুদ্দী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যা ৭টার পর এ দূর্ঘটনা ঘটে। নৌকাটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১২জন কে জীবিত উদ্ধার করা হলেও বাকি দুইজন নিখোঁজ রয়েছেন।
তারা হলেন- বাসিন্দা মো. হানিফ ও মো. আকবর। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

উদ্ধার হওয়ার ব্যক্তিরা জানান, বিকেলে ডাঙ্গার চর থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা নগরীর সল্টগোলা ঘাটে আসছিল। ঘাটে ভেড়ার আগে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীতে ভাটা থাকায় নৌকাটি ভাসতে ভাসতে বন্দর জেটি ও জাহাজের মাঝামাঝি স্থানে ঢুকে যাওয়ার সময় কয়েকজন লোক ভয়ে নদীতে লাফিয়ে পড়েন। তখন স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৮, ২০১৯)