দ্য রিপোর্ট ডেস্ক : বলিউডে এখন গরমের ছুটির মৌসুম। গরম থেকে বাঁচতে কেউ বরফে ঢাকা পাহাড়ের শোভা দেখছেন, কেউ আবার ফুরফুরে সামুদ্রিক হাওয়ায় শহুরে গ্লানি মুছে নিচ্ছেন। বলিউড তারকা ক্যাটরিনা কাইফও মেতেছেন ছুটিতে।

তিনি রয়েছেন এখন মালদ্বীপে। সেখানে বন্ধুদের নিয়ে সময় কাটাচ্ছেন ঘুরে বেড়িয়ে। সেই ফাঁকে পড়ছেন নতুন ছবির চিত্রনাট্যও।

ক্যাটরিনা কইফ বন্ধুদের সঙ্গে সমুদ্রপাড়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই যা বেশ জনপ্রিয় হয়েছে। ২ কোটিরও বেশি লাইক পড়েছে সেইসব ছবিতে।

ছবিতে দেখা গেছে ক্যাটের পরনে রয়েছে টু টোনড সলিড কালার বিকিনি। লাল রং বেছে নিয়েছেন তিনি। আর নীল রঙের শর্টস। সমুদ্রতটে এভাবেই নিজের ছবি পোস্ট করেছেন তিনি।

তার ভক্তরা ছবির নিচে লিখছেন, এই গ্রীষ্মে উষ্ণতা ছড়ালেন স্বল্পবসনা ক্যাটরিনা। নো মেক আপ লুকে ক্যাটরিনাকে অসাধারণ সুন্দর লাগছে এমনটাও বলছেন অনেকে।

এদিকে সম্প্রতি ‘ভারত’ ছবির শুটিং শেষ করেছেন ক্যাটরিনা। নতুন প্রজেক্টের জন্যই তার এই মালদ্বীপ সফর এমনটাই জানিয়েছেন তিনি। তার ভাষায়, ছুটি কাটাচ্ছেন ‘বেস্ট পিপল’-দের সঙ্গে।

ক্যাটরিনা তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, ‘মাথার উপরে আকাশ, পায়ের নিচে বালি, আর মনের মধ্যে শান্তি।’

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৮, ২০১৯)