চট্টগ্রাম প্রতিনিধি: দুবাই ফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৯৬ পিস সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগের কর্মকর্তারা। মঙ্গলবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১১ টার দিকে ওই যাত্রীকে আটক করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় সাড়ে ৯ কেজি।

শাহ আমানত বিমানবন্দরের শুলক্ বিভাগের উপ কমিশনার নুর উদ্দিন মিলন জানান, আটক যাত্রী বিমানবন্দরের ভেতরে প্রবেশের সময় তার ব্যাগ স্ক্যানিং এর আগেই তল্লাশি চালিয়ে ৯ কেজি ৪০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় ৬ কোটি টাকা। ওই যাত্রীকে আটক রাখা হয়েছে।

আটক ব্যক্তির নাম পরিচয় পরে জানান হবে বলেও জানান এই কর্মকর্তা। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এর আগে মঙ্গলবার একই বিমানবন্দরে বাংলাদেশ বিমানের আবুধাবি ফেরত ফ্লাইটের টয়লেট থেকে ২৩ কেজি সোনা উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৯, ২০১৯)