পুঁজিবাজারের সঙ্কট উত্তরণে বন্ড ছাড়ার সুযোগ চায় ডিবিএ-বিএমবিএ
দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে ক্রমাগত দরপতনের পেছনে তারল্য সঙ্কটকে মূল কারণ হিসেবে চিহ্নিত করে তা কাটিয়ে উঠতে বন্ড ছাড়ার সুযোগ চেয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।
গত কয়েকদিন ধরে দেশের দুই পুঁজিবাজারে টানা দরপতনের প্রেক্ষাপটে মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে আসেন দুই সংগঠনের নেতারা।
বেশ কিছুদিন ধরে দেশের পুঁজিবাজারের অবস্থা বেশ নাজুক। প্রায় প্রতিদিনই সূচক কমছে। লেনদেনও নামমাত্র। গত আড়াই মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৬৩০ পয়েন্ট কমেছে।
মঙ্গলবারও (৯ এপ্রিল) দুই বাজারে সূচকের বড় ধরনের পতন হয়েছে।
দরপতনে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ব্যক্তি বিনিয়োগকারীরা অনেকটা হতাশ।
এ অবস্থায় মঙ্গলবার জরুরি বৈঠকে বসে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।
পরে সংবাদ সম্মেলনে ডিবিএ সভাপতি শাকিল রিজভী বলেন, “বেশ কিছুদিন ধরে বাজার অস্থির। এর পেছনে আছে তারল্য সঙ্কট, যার পেছনে কাজ করছে ব্যাংকের উচ্চ সুদের হার।
“ব্যাপকভাবে বোনাস শেয়ার, রাইট শেয়ার ইস্যুও একটি অন্যতম কারণ। অন্যদিকে টানা পতনের কারণে সাধারণ বিনিয়োগকারীরা ভয় পেয়ে গেছে। ফলে দেখা দিয়েছে আস্থার সংকট।”
সংবাদ সম্মেলনে বিএমবিএর সভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, “বিভিন্ন ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যেসব ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক কাজ করছে, তারা অনেক সময় মূল ব্যাংক থেকে টাকা ধার নিয়ে বিনিয়োগ করে। কিন্তু সিঙ্গেল পার্টি এক্সপোজারসহ নানা সীমাবদ্ধতার কারণে তাদেরকে সমস্যায় পড়তে হয়।
“এমন অবস্থায় প্রতিষ্ঠানগুলো যদি সহজেই বন্ড ইস্যু করতে পারে এবং ওই বন্ডকে মূল ব্যাংকের এক্সপোজারের বাইরে রাখা হয়, তাহলে তাদের বিনিয়োগ সক্ষমতা বাড়বে।”
তিনি বলেন, বর্তমান নিয়মে যেকোনো ব্যাংকের সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউজ যদি কোনো টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করে তবে তাকে ওই ব্যাংকের বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়।
“বিএমবিএ চাচ্ছে, মার্চেন্ট ব্যাংকগুলো বন্ড ইস্যু করে যে টাকা পাবে সেই টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করবে। তবে তাকে ব্যাংকের বিনিয়োগের বাইরে হিসাব করতে হবে। একটি ব্যাংক তার পরিশোধিত মূলধন এবং সঙ্ঘবদ্ধ সঞ্চিতির ২৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে,” বলেন নাসির উদ্দিন।
এই বিষয়ে সহায়তা করার জন্য শিগগিরই বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে লিখিতভাবে অনুরোধ করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএমবিএর সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান, ডিবিএর সহ-সভাপতি রিচার্ড ডি রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৯, ২০১৯ )