ডেমরায় বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৩
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর ডেমরা এলাকায় একটি মসজিদ থেকে বস্তাবন্দি শিশু মনিরের (৮) লাশ উদ্ধারের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান জানান, শিশু মনির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকার নুর ই আয়েশা জামে মসজিদের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু মনির হোসেনের (৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন রবিবার থেকে নিখোঁজ ছিল স্থানীয় নূরে মদিনা মাদরাসার শিশু শ্রেণির এই ছাত্র। পরে এ হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে কয়েকজনের সম্পৃক্ততা পায় পুলিশ। তারা হলেন, নূরে মদিনা মাদরাসার অধ্যক্ষ আবদুল জলিল হাদী ওরফে হাদিউজ্জামান। তাকে সহযোগিতা করে তারই দুই ছাত্র মোহাম্মদ তোহা ও আকরাম হোসে
(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ১০, ২০১৯)