অভিনেত্রীর গোসলের ছবি ভাইরাল
দ্য রিপোর্ট ডেস্ক: নিজের ফ্যানদের পছন্দের কথা মাথায় রেখে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন উর্বশী রউতেলা ৷ নানা রকম বিষয় দিয়ে আলোচনায় থাকেন সব সময়। সম্প্রতি তার গায়ে অশ্লীলভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছিল বনি কাপুরের বিরুদ্ধে। এবার অন্য আরেকটি বিষয় দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
এবারের আলোচনার বিষয় একটি ছবি। সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে তার স্নান ঘরের ছবি। নিজেই এই ছবিটি আপলোড করেছিলেন ইনস্টাগ্রামে। ছবিটি পোস্ট করার পর পরই ছড়িয়ে পড়েছে।
ছবিটিতে দেখা যাচ্ছে শাওয়ারের তলায় দাঁড়িয়ে আছেন তিনি। তার গা বেয়ে গড়িয়ে পড়ছে পানি। সেই পানিতে উর্বশী শিতল হলেও তার উত্তাপ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে।। নিজেকে আলোচনায় রাখতেই এবার গোসলের ছবি পোস্ট দিয়েছেন বলে এই অভিনেত্রীকে নিয়ে মন্তব্য করছেন অনেকেই। ভক্তরা করছেন তার রূপের প্রশংসাও।
বর্তমানে জন আব্রাহামের সঙ্গে পাগলপন্তি ছবির শ্যুটিং করছেন উর্বশী। ২০১৯-এ মুক্তি পাবে সেই ছবি। এর আগে ‘হেট স্টোরি ৪’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। করণ ওয়াহি ও ভিভান ভাতেনার সঙ্গে অভিনয় করেছেন তিনি।
(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ১০, ২০১৯)