দ্য রিপোর্ট প্রতিবেদক : উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষের শুধু সুযোগের প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ কখনই পিছিয়ে থাকতে পারে না, তাদের শুধু প্রয়োজন সুযোগের।

টেকসই উন্নয়নের জন্য গবেষণার প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই গবেষণার ওপর। গবেষণার জন্য আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করতে পেরেছি। আমাদের অর্থনৈতিক উন্নতিকে টেকসই করতে হবে। আর একমাত্র গবেষণাই পারে তা করতে।

তিনি আরও বলেন, আমি প্রথমবার সরকারে এসে লক্ষ্য করলাম, গবেষণার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে না, এতে কোনো বরাদ্দ দেয়া হতো না। গবেষণার জন্য বিশেষভাবে প্রণোদনা দেয়া দরকার, এটি তাদের মাথায় ঢোকেনি। আমি সরকারে এসেই তা করলাম।

সেই সময় আমাদের রিজার্ভ মানি ও সম্পদ কম থাকার পরও ১২ কোটি টাকা বরাদ্দ রাখলাম গবেষণা খাতে। পরে এটি আরও বাড়ানো হয়েছে বলে জানান শেখ হাসিনা।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১০, ২০১৯)