ডিএসইতে ১৪ মাসে সবচেয়ে কম লেনদেন
দ্য রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ দিন বুধবার (১০ এপ্রিল) সূচকের বড় পতন হয়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে। একইসঙ্গে কমেছে লেনদেনও।
বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৬১ দশমিক ৬০ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ১৬৫ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৪৮ দশমিক ৬৭ পয়েন্টে।
বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবারের তুলনায় লেনদেন কমেছে ৯১ কোটি ৮ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন ছিল ৩৬৫ কোটি ৯২ লাখ টাকা।
এর আগে এর চেয়ে কম লেনদেন হয়েছিল ২০১৮ সালের ২৫ মার্চ। সেদিন লেনদেন ছিল ২২৪ কোটি ৫৪ লাখ।
ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২৩১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৭ দশমিক ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ২৬১ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৭ পয়েন্টে। আর ডিএস৩০ ২২ দশমিক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭৭ পয়েন্টে।
অন্যদিকে সিএসইতে ১২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৬ কোটি ৮২ লাখ টাকা কম।
এই বাজারে লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১০, ২০১৯)