দ্য রিপোর্ট প্রতিবেদক : ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক শোকবার্তায় এ কথা জনানো হয়।

এর আগে বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা মে‌ডি‌কেল ক‌লে‌জে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত জাহান রাফির মৃত্যু হয়।

অধ্যক্ষ সিরাজ উদদৌলার মাধ্যমে যৌন হয়রানির শিকার হওয়ার পর এ বিষয়ে অভিযোগ করায় গত শনিবার আলিম পরীক্ষা কেন্দ্রে বোরকা পরা চারজন দুর্বৃত্ত নুসরাত জাহান রাফির গায়ে আগুন ধরিয়ে দেয়।

দুর্বৃত্তের আগুনে ঝলসে যাওয়া নুসরাতের অবস্থা অবনতি হওয়ায় সোমবার তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের লাইফ সাপোর্টে নেয়া হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। তাকে সিঙ্গাপুর নেয়ার সিন্ধান্ত নেয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে এখনই সিঙ্গাপুরে নেয়া হচ্ছে না বলে জানান ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকরা।

মঙ্গলবার দুপুরে তার অস্ত্রোপচার হ‌য়। আগুনে ক্ষতিগ্রস্ত নুসরাতের ফুসফুস স‌ক্রিয় করতে এই অস্ত্রোপচার করা হ‌য় ব‌লে চি‌কিৎস‌কেরা জানান। তারা বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে এই অস্ত্রোপচার করা হয়।

কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মারা গেল নুসরাত।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ১০,২০১৯)