দ্য রিপোর্ট প্রতিবেদক : ফেনীর সোনাগাজীর দগ্ধ মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির লাশের ময়নাতদন্ত শেষ করেছেন চিকিৎসকরা। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হযেছে নুসরাতের স্বজনদের কাছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কাজ শুরু হয়ে ১২টায় শেষ হয় ময়নাতদন্ত। তিন সদস্যের মেডিকেল বোর্ড ময়নাতদন্তে অংশ নেন। চিকিৎসকরা প্রতিবেদন দেওয়ার পর বিস্তারিত জানা যাবে।

নুসরাতের ময়নাতদন্তের জন্য গঠিত বোর্ডের প্রধান করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদকে। বোর্ডের অন্য সদস্যরা হলেন, প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ও প্রভাষক ডা. জান্নাতুল ফেরদৌস।

ময়নাতদন্ত শুরুর আগে ডা. প্রদীপ বিশ্বাস জানিয়েছিলেন, সকালেই নুসরাতের মরদেহ মর্গে নেওয়া হয়। বেলা সোয়া ১১টার দিকে পুলিশের সুরতহাল প্রতিবেদন তাদের হাতে আসে। এরপর ময়নাতদন্ত শুরু করেন তারা।

এর আগে বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়। বার্ন ইউনিটের চিকিৎসক অধ্যাপক ডা. হোসাইন ইমাম জানান, দগ্ধ অবস্থায় নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়। এছাড়া রক্ত ও লাং ইনফেকশনের কারণে কার্ডিও রেসপাইরেটরি ফেইলিয়র হয়ে তার মৃত্যু হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ এপ্রিল ১১, ২০১৯)