দ্য রিপোর্ট প্রতিবেদক : নুসরাত হত্যার ঘটনায় মাদরাসার অধ্যক্ষ এসএম সিরাজ উদদৌলার এমপিও স্থগিত করা হয়েছে। কারিগরি ও মাদরাসা বিভাগ বলছে, নীতিহীন এই শিক্ষকের সরকারি বেতন পাওয়ার কোনো অধিকার নেই।

যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়নি, তবে মাদরাসা শিক্ষকদের জন্য নতুন কর্মসূচী ঘোষণা করেছে মন্ত্রণালয় ও বোর্ড।

ইতোমধ্যেই থেমে গেছে একটি জীবন। অথচ বাঁচার জন্য কতোই না চেষ্টা করেছে মেয়েটি। আগুন লাগিয়ে দেয়ার ঘটনার আগেও ফেনীর সোনাগাজী মডেল থানার পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের কাছে অধ্যক্ষ এসএম সিরাজ উদদৌলার অপকর্মের কথা খুলে বলেছেন। বিচার তো পায়ইনি বরং মডেল থানার কক্ষে নানা প্রশ্নবাণে জর্জরিত করা হয়েছে কোমলমতী এই শিক্ষার্থীকে।

নুসরাত এখন নেই। তবে শিক্ষক নামধারী সিরাজ উদদৌলাদের কী হবে? এই ঘটনার পর দেশের সবগুলো মাদরাসার শিক্ষকদের জন্য নতুন কর্মসূচী ঘোষণা করেছে মন্ত্রণালয়।

কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মোঃ আলমগীর বলছেন, আমরা তার এমপিও বন্ধ করবো, আমরা ডিজিকে বলে দিয়েছি যেন তার এমপিও না ছাড়া হয়। এ ধরনের কোন অপরাধ কাম্য নয়। এ ধরনের অপরাধের কঠিন শাস্তি হওয়া উচিৎ।

তিনি বলেন, এর বিচার করার দায়িত্ব বিচার বিভাগের। তবে আমাদের পক্ষ থেকে যা করার তা শতভাগ করা হবে। নুসরাতের ঘটনায় মাদরাসা কমিটি, শিক্ষক এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই।

অন্যদিকে নুসরাত হত্যায় প্রতিবাদের ঝড় উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরের মানুষের মাঝে। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও দোষীদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নুসরাতের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে সমাজের সকল স্তরের মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন, মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলার কুশপুত্তলিকা দাহসহ প্রতিবাদে উত্তাল হয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

সিরাজ উদ দৌলাসহ জড়িত সকলের শাস্তির দাবি সাধারণ শিক্ষার্থীদের। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বিচারের দাবি জানানো হয়েছে। তদন্ত এবং বিচার কার্যক্রমে কোনো গাফিলতি যেন না থাকে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান তাদের। দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছে শাহবাগ।

এছাড়া ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবেন হাইকোর্ট। আদালত বলেন, তারা সমভাবে ব্যথিত। তবে কোনো ভাবেই চান না সাগর-রুনি, মিতু আর তনুর মত যেন এই মামলাটা হারিয়ে না যায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সব পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।

মাদ্রাসা ছাত্রী নুসরাতের মৃত্যুতে সারা দেশে তোলপাড় চলছে, তার রেশ ছুয়ে গেছে আদালত প্রাঙ্গনেও। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন এবং বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চান। তখন আদালত বলেন, মামলাটি পিআইবি তদন্ত করছে আর প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এর চাইতে নির্মম ঘটনা আর হতে পারে না। অবিলম্বে তদন্ত করে নুসরাত হত্যা মামলার চার্জশিট এবং বিচারকার্যক্রম দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রীরা। তারা জানিয়েছেন, এ ঘটনায় অবহেলা বা ইন্ধনের সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ১১,২০১৯)