দিরিপোর্ট২৪ প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) বিশ্বব্যাপী গোয়েন্দাগিরি গত কয়েক মাসে বেশ আলোচিত ঘটনা। সেই আলোচনার রেশ না কাটতেই নিজের দেশের নাগরিকদের ওপর গোয়েন্দাগিরি করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। খবর এনডিটিভির।

সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি সকল অনলাইন ট্রাফিক এক্সেস ও কমপক্ষে ১২ ঘণ্টার তথ্য সংরক্ষণের অনুমতি চাইবে যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে।

সরকারের যোগাযোগ মন্ত্রণালয় এ সম্পর্কিত একটি বিতর্কিত বিল পাস করতে পারে। এই আইন পাস হলে এফএসবি রাশিয়ার যেকোনো নাগরিকের টেলিফোন নম্বর, আইপি ঠিকানা, ব্যবহারকারীর নাম এবং সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীর ই-মেইল ঠিকানা ও তথ্য সংরক্ষণ করতে পারেবে। এর ফলে যেকোনো নাগরিকের ডেটাবেসে ঢুকতে আদালতের অনুমতি নেওয়া লাগবে না।

উল্লেখ্য, এতদিন আইনীভাবে রাশিয়ায় নাগরিকদের প্রাইভেসি সুরক্ষার সুবিধা দেওয়া হতো। কিন্তু এখন ইন্টারনেট ব্যবহারকারী কোনো ব্যক্তি ব্যক্তিগত মেইল ও কথোপকথনের জন্য এই আইনের অন্তর্ভূক্ত থাকবেন না।

রাশিয়ান সরকার বলেছে, নাগরিকদের প্রাইভেসি সুরক্ষার আগের আইনটি বাতিল করতে কোনো সমস্যা নেই। নতুন এই আইনটি কার্যকর হবে ২০১৪ সাল নাগাদ।

(দিরিপোর্ট২৪/এম্এইচও/ডব্লিউএস/এমডি/নভেম্বর ০৯, ২০১৩)