সুবীর নন্দীর অবস্থা অপরিবর্তীত
দ্য রিপোর্ট প্রতিবেদক : সিএমএইচে লাইফ সাপোর্টে থাকা জাতীয় পুরষ্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর শারিরীক অবস্থা অপরিবর্তীত আছে। আরো ২৪ ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবারের সদস্য ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে শিল্পীকে সিএমএইচ এ দেখে এসে এ কথা জানান তিনি।
রবিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে সিলেট থেকে ঢাকায় ফেরার সময় ট্রেনে অসুস্থ হয়ে পরেন তিনি। ভাগ্যক্রমে ট্রেনে থাকা একজন চিকিৎসকের পরামর্শে আমরা বিমানবন্দর স্টেশনে নেমে যান তারা। সেখান থেকে রাত ১১টার দিকে তাঁকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।
সংগীতশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন এবং পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল ডা. তৌফিক এলাহির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৬, ২০১৯)