যাত্রাবাড়ীতে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকায় একটি ভবনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট গুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগ রাত ১২টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মাহফুজ রিবেন জানান, ভবনে এখনও ধোঁয়া আছে। আমরা আগুনের সূত্রপাত জানার চেষ্টা করছি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির বলেন, উত্তর কুতুবখালীর বায়তুল মামুর জামে মসজিদের পাশের গলিতে একটি ভবনের নিচতলায় আগুন লাগে। এখানে টেলিভিশনের গোডাউন ছিল। ভবনের ৬ ও ৭ তলায় মাদরাসার শিক্ষার্থী থাকতো। কোনো হতাহতের সংবাদ পাইনি। তবে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়েছেন।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৮, ২০১৯)