ইয়াবাসহ ডিবির হাতে সিআইডি পুলিশ আটক
দ্য রিপোর্ট প্রতিবেদক : আশুলিয়ায় মাদক পাচারের অভিযোগে তাইজ উদ্দিন (২৯) নামে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) এক সদস্যকে আটক করেছে ঢাকা উত্তর ডিবি পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে আশুলিয়ার চাঁনগাও থেকে তাকে আটক করা হয়। তিনি গাজীপুর জেলার জয়দেবপুর থানার উত্তর সালনা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে উত্তরা সিআইডিতে কর্মরত রয়েছেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসায়ীদের হাতে ইয়াবার চালান তুলে দিতে তাইজ উদ্দীন সাভারে যান। সেসময় একটি অটোরিকশা থেকে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্যে সিআইডি ঢাকা উত্তরা জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহির উদ্দিনকে জানানো হলে তিনি আটক তাইজ উদ্দীনকে (২৯) সিআইডির কনস্টেবল হিসেবে শনাক্ত করেন।
তিনি বলেন, পরবর্তী সময়ে ঘটনাস্থলে নজরদারি করে তার সহযোগী মফিজকেও আটক করা হয়।
(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ১৯,২০১৯)