রাজধানী ও আশপাশের এলাকায় ডায়রিয়ার প্রকোপ
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী ও এর আশপাশের এলাকায় ব্যাপক হারে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) গত এক সপ্তাহে প্রতিদিন ৬শ থেকে ৮শ ডায়রিয়ার রোগী আসছে। অর্থাৎ প্রতি দুই মিনিটে ভর্তি হচ্ছে একজন রোগী।
এ সময় পানি, বাসি-পচা খাবার খাওয়া থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর, বাড্ডা, লালবাগসহ বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মহাখালীর আইসিডিডিআরবিতে গত এক সপ্তাহে ভর্তি হয়েছেন কয়েক হাজার রোগী।
আইসিডিডিআরবির পরিচালক ডা. আজহারুল ইসলাম খান জানান, এখন আমরা গড়ে প্রায় সাড়ে ৮০০ রোগী পাচ্ছি। এর মধ্যে ৬৫ থেকে ৭০ ভাগই বয়স্ক ও বাকিরা শিশু। সিভিয়ার ডিহাইড্রেশনের সংখ্যা প্রায় ৪০ শতাংশ। পানির সমস্যাটাই মূল সমস্যা। যেসব জায়গা থেকে বেশি রোগী আসছেন, সেসব জায়গায় আইডিসিআরবি তাদের লোক পাঠাবে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২০, ২০১৯)