টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহর থেকে আটক অধ্যাপক ডা. এফএম শাহ সেকেন্দার নামে এক ভুয়া চিকিৎসকের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে এ রায় দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রোকনুজ জামান। এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) রাতে শহরের কুমুদিনী কলেজ মোড়ে ‘টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল’ থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সেকেন্দার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটা গ্রামের ওমর আলী ফকিরের ছেলে। তার প্রকৃত নাম মো. শাহ সেকেন্দার বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে শুক্রবার রাতে অভিযান চালিয়ে শহরের ‘টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল’ থেকে ভুয়া ওই চিকিৎসককে আটক করা হয়। পরে শনিবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২০, ২০১৯)