বেনজেমার দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের দুরন্ত জয়
দ্য রিপোর্ট ডেস্ক : করিম বেনজেমার দুর্দান্ত হ্যাটট্রিকে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ফর্মে থাকা ফরাসি এ মুসলিম ফরোয়ার্ডের নৈপুণ্যে আথলেতিক বিলবাওকে হারিয়ে লা লিগায় জয়ের পথে ফিরেছে জিনেদিন জিদান শিষ্যরা।
রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকালে সান্তিয়াগো বের্নাবেউয়ে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
খেলার প্রথমার্ধে দুদলই ছিল অনুজ্জ্বল। প্রচুর ফাউল হয়েছে, বিরতির আগেই মোট ২০ বার ফাউলের বাঁশি বাজাতে হয়েছে রেফারিকে।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে বাঁ দিক থেকে মার্কো আসেনসিওর ক্রসে লাফিয়ে নেওয়া দুর্দান্ত হেডে দলের প্রথম গোলটি করেন করিম বেনজেমা।
লিগে টানা পাঁচ ম্যাচেই গোলের দেখা পেয়েছেন এ ফরাসি ফরোয়ার্ড।
খেলার ৭৬তম মিনিটে কর্নার থেকে সুবিধা নেন বেনজেমা। এবার লুকা মদ্রিচের করা কর্নারে সুনিপুণ হেডে বল জালে পাঠান ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।
আর নির্ধারিত সময়ের শেষ মিনিটেই আসে আরও বড় সৌভাগ্য। প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা।
এ নিয়ে লিগে শেষ সাত ম্যাচে ১০ গোল করলেন বেনজেমা। আর ২১ গোল নিয়ে আসরের গোলদাতার তালিকায় লুইস সুয়ারেসকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠলেন বেনজেমা।
রিয়ালের শেষ আটটি গোলের সব গোলের মালিকই তিনি।
৩৩ ম্যাচে ২০ জয় ও চার ড্রয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৪।
শনিবার রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারানো বার্সেলোনা ৩৩ ম্যাচে ২৩ জয় ও আট ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
এদিকে একই দিনের আরেক ম্যাচে এইবারের মাঠে ১-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদ ৬৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২২, ২০১৯)