দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের বিদ্যুৎ উৎপাদন প্রথমবারের মতো ১২ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) রাত ৮টায় রেকর্ড ১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য জানিয়েছে।

এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয় গত মঙ্গলবার। এদিন ১১ হাজার ৫৮১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে পিডিবি। ২০১৮ সালের ৮ জুলাই বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করেছিল।

পিডিবি বুধবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরেছিল ১১ হাজার ৭০০ মেগাওয়াট। সংস্থাটির মতে চাহিদা অনুসারে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে দেশের বিভিন্ন এলাকা থেকে একাধিকবার বিদ্যুতের লোড শেডিংয়ের খবর পাওয়া গেছে।

১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলেও উৎপাদন সক্ষমতা অনেক বেশি। দেশের ১৩০টি বিদ্যুৎকেন্দ্রের স্থাপিত ক্ষমতা ১৮ হাজার ২৪২ মেগাওয়াট হলেও প্রকৃত উৎপাদন ক্ষমতা ১৭ হাজার ৬৯৯ মেগাওয়াট। জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণের কারণে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। পাশাপাশি শিল্পকারখানার নিজস্ব ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদিত হয় প্রায় আড়াই হাজার মেগাওয়াট।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৫, ২০১৯)