দ্য রিপোর্ট ডেস্ক : ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্রীলংকায়। রাজধানী কলম্বো থেকে ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত পুগোদা শহরের এক নিম্ন আদালতের পেছনে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। খবর দ্য ডেইলি এক্সপ্রেস’র।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পুগোদার ম্যাজিস্ট্রেট আদালতের পেছনে এই বিস্ফোরণ ঘটেছে।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, গত রোববার (২১ এপ্রিল) ইস্টার সানডেতে শ্রীলংকায় চার গির্জা, তিন হোটেল ও বাড়িতে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় প্রাণ হারান অন্তত ৩৫৯ জন। আহত হন পাঁচ শতাধিক।

ওই হামলার পর থেকে শ্রীলংকাজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্থায় এই বিস্ফোরণ জনমনে আতঙ্ক আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৫, ২০১৯)