মিসেস সিরিয়াল কিলার জ্যাকুলিন
দ্য রিপোর্ট ডেস্ক: সিরিয়াল কিলিংয়ের অপরাধে স্বামী ধরা পড়েছে। এরপর স্বামীকে নির্দোষ প্রমাণে নামলেন স্ত্রী। তিনিও স্বামীর মতো একটি খুন করে ফেললেন। এমন তারই টানটান উত্তেজনাপূর্ণ কাহিনি নিয়ে সিনেমা মিসেস সিরিয়াল কিলার। এতে মিসেস সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করছেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে এ সিনেমা। সম্প্রতি এ খবর জানায় নেটফ্লিক্স।
এ ছবিটি পরিচালনা করেছেন শিরিশ কুন্দের এবং প্রযোজক ফারাহ খান।
(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৬, ২০১৯)