গাজীপুরে গার্মেন্টসে আগুন, ১০ জনের মৃত্যু
এদিকে দগ্ধ হয়ে মারা যাওয়াদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে । তারা হলেন কারখানার এজিএম (নিটিং) রাশিদুজ্জামান মণ্ডল, ফিডারম্যানে নাঈম এবং শ্রমিক রাজু, জুলহাস ও খলিল। এই ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন।
কারখানা কর্তৃপক্ষ ও অগ্নিনির্বাপণকর্মীরা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে আসওয়াদ কম্পোজিট মিলস কারখানার নিটিং সেকশনের দোতলায় থাকা একটি স্ট্যান্ডার্ড মেশিন অতিরিক্ত গরমে বিস্ফোরিত হলে পাশে থাকা মালামালে আগুন ধরে যায়। আগুনে বিপুল পরিমাণ সুতা, ফেব্রিকস ও গার্মেন্টস পণ্য পুড়ে যায়। এ সময় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অনেক শ্রমিক আটকা পড়েন।
সূত্র জানায়, কারখানা ভবনের পাশেই একটি তিনতলা টিনশেড ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর, টঙ্গী, সাভার, ইপিজেড, কালিয়াকৈর ও ময়মনসিংহের ভালুকা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
তবে রাত সোয়া একটার দিকে কারখানার পশ্চিম দিকে আগুন বাড়তে থাকে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা লাশের দাবিতে কারখানার বাইরে বিক্ষোভ করতে থাকেন। প্রায় ১০ ঘণ্টা চেষ্টার পর বুধবার ভোরে আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
পলমল গ্রুপের পরিচালক এমদাদুল ইসলাম মৃত ব্যক্তিদের স্বজনদের ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনাওয়াজ দিলরুবা খানকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
(দিরিপোর্ট২৪/ওএস/এমডি/এইচএসএম/অক্টোবর ০৯, ২০১৩)
-