দ্য রিপোর্ট প্রতিবেদক: একুশে পদক প্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে আজ শনিবার।

এর আগে (শুক্রবার, ২৬ এপ্রিল) রাত ১২টার দিকে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

অপারেশন শেষে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। হঠাৎ অসুস্থবোধ করায় তাকে শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার সকালে এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেয়া হয়। এ সময় হঠাৎ করে তার মলত্যাগে জটিলতা দেখা দেয়। ফলে দুপুরে জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে নেয়া হয় তাকে। সেখানে অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে তার। এরপর ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বরেণ্য এই অভিনেতাকে।
এটিএম শামসুজ্জামান একাধারে কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। তিনি ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকার পগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাই স্কুলে।
১৯৬১ সালে উদয়ন চৌধুরীর বিষকন্যা চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান এটিএম শামসুজ্জামান।
১৯৬৫ সালে সর্বপ্রথম চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখেন। সিনেমার নাম ‘জলছবি’। একই বছরে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। প্রথম অভিনীত ছবি ‘ন্যায়ী জিন্দেগী’; যা শেষ পর্যন্ত সমাপ্ত হয়নি।
তিনি ১৯৭৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমনি’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর অভিনয় করেছেন বহু সিনেমায়। পরবর্তীতে টিভি নাটকে অভিনয় করেও প্রশংসিত হন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৭, ২০১৯)