ঢাকার এডিসি ও দুই এসিকে বদলি
![](https://bangla.thereport24.com/article_images/2019/04/28/dmp-l-20190428121241.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সম্প্রতি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
বদলিকৃতদের মধ্যে ডিএমপি হেড কোয়ার্টার্সের সামিরা সুলতানাকে প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে, ট্রাফিক-রামপুরা জোনের এসি ফাহমিদা আফরিনকে ডিএমপি-ক্রাইম বিভাগে এবং ডিএমপির মেইনটেন্যান্স বিভাগের মো. হুমায়ুন কবিরকে ট্রাফিক-রামপুরা জোনে পাঠানো হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৮, ২০১৯)