সিরাজ উদ দৌলার জবানবন্দি
নুসরাতকে হত্যার কথা স্বীকার
ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছেন অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলা।
রোববার বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এ দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার হাতে যৌন হয়রানির শিকার হন নুসরাত। এ ঘটনায় তার মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন।
মামলার পর সিরাজকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই মামলা তুলে নিতে আসামিপক্ষ নানাভাবে চাপ প্রয়োগ করে। নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নুসরাত।
এরপর ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় আলিম প্রথমপত্রের পরীক্ষা দিতে গেলে নুসরাতকে ডেকে নিয়ে শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ৮০ শতাংশ পোড়া শরীর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঁচ দিন লড়ার পর মারা যান নুসরাত।
(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২৮,২০১৯)