দ্য রিপোর্ট প্রতিবেদক : অর্থপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বরখাস্তকৃত জেলার (কারা তত্ত্বাবধায়ক) সোহেল রানা বিশ্বাসের জামিন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আদনান রফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফজলুল হক।

পরে এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, গত ৯ জানুয়ারি আদালত তার জামিন প্রশ্নে চার সপ্তাহের রুল জারি করেছেন। তার আইনজীবী শুনানি শেষে মামলাটি আর চালাবেন না মর্মে আদালতকে জানান (নন প্রসিকিউশন)। এরপর আদালত রুল খারিজ করে দেন। ফলে চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে কারাগারেই থাকতে হচ্ছে।

গত বছরের ২৬ অক্টোবর দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার ‘অবৈধ’ টাকা ও ফেনসিডিলসহ সোহেল রানা বিশ্বাসকে আটক করে রেলওয়ে পুলিশ।

এছাড়া তার কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়।

পরে সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশ্রাফ উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক দু’টি মামলা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৯, ২০১৯)