লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ঘর থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতা মো. শাহাবুদ্দিন হত্যা মামলায় কবির হোসেন (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর এ রায় দেন। এ সময় নাছির উদ্দিন ও জাহাঙ্গীর আলম নামে দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত কবির হোসেন সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২২ নভেম্বর রাতে কবির শাহাবুদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে স্থানীয় ছটাইকাগোর বাড়ির সাঁকো এলাকায় পেছন থেকে শাহাবুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করলে তিনি মারা যান।

নিহত শাহাবুদ্দিন কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি সদরের কুশাখালীর শান্তিরহাট বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

এ ঘটনায় পর দিন নিহতের ভাই গোলাম মাওলা চৌধুরী বাদী হয়ে ১৭ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

পরে তদন্ত শেষে এ মামলায় কবির, নাছির ও জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে দোষী প্রমাণিত হওয়ায় কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর দুজনকে খালাস দেন আদালত।

(দ্য রিপোর্ট/এনটি/ এপ্রিল ৩০, ২০১৯)