দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্যক্তিগত সফরে আগামীকাল বুধবার (১ মে) লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বিষয়টি সোমবার রাতে তিনি নিজেই জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

তবে ধারণা করা হচ্ছে, নাতি-নাতনিদের দেখতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাগনি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হয়েছেন। তার একটি মেয়েও রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে রাজনৈতিকভাবে খুবই গুরুপূর্ণ বলে মনে করছেন অনেকে।

(দ্য রিপোর্ট/এনটি/ এপ্রিল ৩০, ২০১৯)