শ্রমিকরা কাজ না করলে দেশের উন্নয়ন হতো না: স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি বলেছেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। দেশের উন্নয়ন কাজে শ্রমিকদের অনেক ভূমিকা রয়েছে। শ্রমিকরা কাজ না করলে দেশের উন্নয়ন হতো না। ন্যায্য মজুরি শ্রমিকদের অধিকার। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করেছে শেখ হাসিনার সরকার।
বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের আয়োজনে মহান শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শ্রমিকের বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। পাশাপাশি শ্রমিকদের উন্নয়নেও ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
সমাবেশে সড়ক দুর্ঘটনায় আহত ও পঙ্গু হওয়া ২০ জন শ্রমিককে আড়াই হাজার করে টাকা প্রদান করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করা হয়।
জেলা শ্রমিক লীগের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০১, ২০১৯)