দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ মহান ‘মে দিবস’। এ দিবসটি হলো শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতির দিন। শ্রমিকের বিজয়ের দিন, আনন্দ ও উৎসবের দিন। নতুন সংগ্রামের শপথ নেয়ার দিন।

পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে।

মে দিবস শ্রমিকদের মুক্তির দিন, অধিকার আদায়ের সংগ্রামে উজ্জীবিত হওয়ার দিন হিসাবে পালন হয়ে আসলেও গত কয়েক বছর ধরে শিশুশ্রম বন্ধের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে এ দিবসে।

সেই ভাবনা থেকেই আজ মহান মে দিবসে শিশুশ্রমের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

নিজের ফেসবুক পেজে তিনি আজ লিখেছেন, ‘শ্রমিক দিবসে একটাই প্রার্থনা- শিশু শ্রমিকগুলো হাতুড়ি ছেড়ে কলম ধরুক। শুভ শ্রমিক দিবস।’

এ বিষয়ে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিশ্বজুড়ে দিনে দিনে শিশুশ্রম মহামারি আকার ধারন করছে। আমরা এমনটা চাই না। কোমলমতি শিশুরা হাসবে, খেলবে, স্কুলে যাবে এই স্বাভাবিক চিত্রটা দেখতে চাই। সবার সম্মিলিত চেষ্টায় সুন্দর একটা পৃথিবী গড়ে উঠুক। বিশ্বের সকল দেশে শিশুশ্রম নিষিদ্ধ হোক।’

এদিকে শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খানও।

তিনি লিখেছেন, ‘আজ মহান মে দিবস। জয় হোক মেহনতি মানুষের। পৃথিবীর সকল খেটে খাওয়া মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০১, ২০১৯)