দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরায় পাশের বাসার ছাদে পড়ে দুই গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহকত্রী  দাবি করেছেন, জিনিসপত্র চুরি করে ছাদ থেকে নিচে নামতে গিয়ে এ ঘটনা ঘটতে পারে।

তবে এই মৃত্যুর পেছনে অন্য কারণ থাকতে পারে সন্দেহে তদন্ত শুরু করেছে পুলিশ।

উত্তরার ৩ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ৪০ নম্বর বাড়িটির ষষ্ঠ তলার ফ্ল্যাটে গৃহপরিচারিকার কাজ করতো রুবি ও হালিমা। গৃহকত্রী শামিমা আক্তার জানান, রুবির বয়স ১৭ আর হালিমার বয়স ছিলো ১৪ বছর। ভোরে প্রতিবেশীদের ডাকে তাদের ঘুম ভাঙলে জানতে পারেন এই ঘটনা।

সিসি ক্যামেরায় ওই দুই গৃহকর্মীর ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে ৬ তলার ছাদের দিকে যাওয়ার ফুটেজ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

রুবি ও হালিমা ছাড়াও এই বাসায় কাজ করেন গৃহপরিচরিকা জুলেখা। তবে বিষয়টিকে এতো সহজভাবে নিচ্ছে না পুলিশ। থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে ডিবি ও পিবিআই।

নিহত দুই গৃহপরিচারিকার স্বজনরা ঢাকায় এসে পৌঁছালে তাদের সাথে কথা বলবেন তদন্তকারীরা। আর ফ্ল্যাটের মালিক গার্মেন্টস ব্যবসায়ী আব্দুল মাজেদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ০১,২০১৯)