ঘূর্ণিঝড় ফণি : অভ্যন্তরীণ সব রুটে নৌযান বন্ধ
![](https://bangla.thereport24.com/article_images/2019/05/02/fony5-20190502120130-479x310.jpg)
দ্য রিপোর্ট প্রকিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ ভারতের ওড়িশা হয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে অাসছে। এজন্য বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘ঘূর্ণিঝড় ফণি’র ধেয়ে আসায় নিরাপত্তার জন্য বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সব নৌযানকে নিরাপদে থাকতে বলা হয়েছে।’
শুক্রবার (৩ মে) বিকেলে ভারতের ওড়িশা উপকূল হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে তীব্র প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’। ইতোমধ্যে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর
(দ্য রিপোর্ট/এনটি/মে ০২, ২০১৯)