গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা আল-আমিন চলে গেলেন না ফেরার দেশে। রবিবার রাত ১২টার দিকে এ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

আগামী ১৫ মার্চ আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য রহমত আলী সমর্থিত প্রার্থী আব্দুল জলিল ও জেলা আওয়ামী লীগের হাইকমান্ড সমর্থিত প্রার্থী ইকবাল হোসেন সবুজ সমর্থক কর্মীরা এলাকায় মাঠ দখল করতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত ৩৫ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের নেতা আল-আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে বলে তার ভাই আলমগীর জানান। এর আগে শনিবার সংঘর্ষে আল-আমিন গুলিবিদ্ধ হওয়ার পর তার ভাই আলমগীর প্রথম মিডিয়াকর্মীদের জানিয়েছিলেন আল-অমিনের মৃত্যুর খবর। এ ঘটনায় দুই অস্ত্রধারীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এমএফ/এএস/ এমডি/ এজেড/মার্চ ১০, ২০১৪)