আরেকটি ঘূর্ণিঝড় ‘বায়ু’ আসছে এ মাসেই!
![](https://bangla.thereport24.com/article_images/2019/05/06/image-66865-1557117162.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গোপসাগরে এ মাসে আরও দুটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর সেই নিম্নচাপের প্রভাবে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় ‘বায়ু’।
চলতি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুটি নিম্নচাপের মধ্যে একটি ঘূর্ণিঝড় মাথাচাড়া দিতে পারে। তবে ঝড়টি কতটা ভয়াবহ হতে পারে, তা এখনই বলা সম্ভব নয়।
বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এ মাসে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত দুই থেকে তিনদিন মাঝারি ও তীব্র বজ্র ঝড় বা কালবৈশাখী হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র তিন-চারদিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। চলতি মাসে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র দাবদাহর সম্ভাবনা রয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৬, ২০১৯)