দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরের পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় বাস চালানোর প্রশিক্ষণ দেয়ার সময় বাসচাপায় আলিফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শিশুটির বাবা শাহিন মিয়া পেশায় পোশাক শ্রমিক। বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। এক ছেলে এক মেয়ের মধ্যে সে ছিল বড়। আলিফ পরিবারের সঙ্গে মিরপুর পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় থাকত।

নিহতের মামা সিরাজ হাওলাদার বলেন, বাসার সামনে রাস্তার পাশে একটি মাঠে খেলা করছিল আলিফ। তখন মাঠে বাস চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। এক পর্যায়ে বাসটি আলিফকে চাপা দেয়। দ্রুত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষোভ করে ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। বাসটিকে জব্দ করা হলেও এর চালক পালিয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৯, ২০১৯)