চট্টগ্রাম নগরীতে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে সোমবার সকালে সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে মহানগর এলাকায় এক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ সময় নগরীর আগ্রাবাদ এক্সেস রোড, পোর্ট কানেকটিং রোড, এ কে খান রোড, জাকির হোসেন রোড, জিইসি মোড় পর্যন্ত রাস্তায় উভয় পার্শ্বে ও ফুটপাতে অবৈধভাবে রক্ষিত মালামালসমূহ অপসারণ করা হয়। এ ছাড়াও ৫ মার্চ সাগরিকা মোড় থেকে বিভাগীয় স্টেডিয়াম পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের অবৈধ মালামাল অপসারণ করা হয়।
অভিযানকালে সিটি করপোরেশনের বিভাগসমূহের কর্মকতা, কর্মচারীগণ, প্রকৌশল বিভাগ, পরিচ্ছন্ন বিভাগ, সিএমপি পুলিশ ও পাহাড়তলী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া জানান, আসন্ন টোয়েন্টি২০ বিশ্বকাপকে সামনে রেখে নগরীর সৌন্দর্যবর্ধনে এই অভিযান চালানো হচ্ছে।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এপি/এজেড/মার্চ ১০, ২০১৪)