দরজা ভেঙে বের করা হলো মা-মেয়ে-ছেলের অর্ধগলিত লাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরখানের ময়নারটেক এলাকার একটি বাসা থেকে মা, ছেলে ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত আটটার পরে তাদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশের মধ্যে মায়ের নাম জাহানারা খাতুন ওরফে মুক্তা (৪৮), ছেলে কাজী মুহিব হাসান (২৭) এবং মেয়ের নাম মীম (১৯)।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল চ্যানেল আই অনলাইনকে বলেন, রোববার রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উত্তরখানের ময়নারটেক এলাকার ওই বাসায় যায়।
নাবিদ কামাল শৈবাল বলেন, ভেতর থেকে দরজা আটকানো ছিল। দরজা ভেঙে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
একই পরিবারের তিন জনের মৃত্যুটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, জানতে চাইলে তিনি বলেন: এখনো এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। কারণ তাদের ঘরের ভেতর ছিটকিনি দেয়া অবস্থায় পাওয়া যায়। মনে হচ্ছে তিন-চারদিন আগেই তাদের মৃত্যু হয়েছে।
লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত বোঝা যাবে বলে জানিয়েছেন তিনি।
(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ১২,২০১৯)